মূল পাতা মুসলিম বিশ্ব দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত হামাস ও ইসরাইল
মুসলিম বিশ্ব ডেস্ক 09 March, 2025 01:26 PM
দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
রোববার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এই প্রসঙ্গে হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর জন্য ইতিবাচক সংকেত দেখছে, তবে বিস্তারিত কিছু জানায়নি।
হামাসের মুখপাত্র আবদুল লতিফ আল কানুয়া এক বিবৃতিতে বলেছেন, আমরা আমাদের জনগণের দাবি মেনে দ্বিতীয় ধাপের আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি।
ইসরাইলও পরবর্তী আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে, ইসরাইল আমেরিকার সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং সোমবার (১১ মার্চ) দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে, যাতে আলোচনার অগ্রগতি সাধিত হয়।
এরইমধ্যে হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চালাচ্ছে, যারা কাতারের কর্মকর্তাদের সঙ্গে মিলে আলোচনা চালিয়ে যাচ্ছে। দলটি চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে, যা যুদ্ধের অবসান ঘটাতে সহায়ক হতে পারে।